
রাজশাহীর মোহনপুরে ফসলি জমি থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে তানের উপজেলার পার্শ্ববর্তী কেশরহাট পৌরসভার মগরাবিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।
নিহতের নাম শাহাবুল ইসলাম (৪৫)। তিনি কেশরহাট পৌরসভার মোল্লাপুকুর এলাকার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘শাহাবুল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন। সারাদিন বাড়ি না ফেরায়, রাত থেকে তার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বুধবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]