১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে সার্ভেয়ার ধর্মঘট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৭:১০
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে সার্ভেয়ার ধর্মঘট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তাদের অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি চলছে। ৮ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কলম বিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে।


এতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক কামরুল আলম, উপদেষ্টা রফিকুল ইসলাম ও আব্দুল আওয়াল প্রমুখ।


বক্তারা বলেন, তাদের ১০ম গ্রেডের দাবি এর আগে যতবারই বাস্তবায়নের রূপ নেওয়ার প্রক্রিয়ায় গিয়েছে, তখনই কোনো এক অদৃশ্য কারণে ওই দাবি বাস্তবায়ন হয়নি। এবার সারাদেশে একযোগে তারা কর্মবিরতিতে নেমেছে। গতকাল সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ধর্মঘট পালন কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে তারা বলেন।


উল্লেখ্য, টাঙ্গাইল জেলায় সরকারি বিভিন্ন দফতরে ৫৩ জন সার্ভেয়ার রয়েছে। সারাদেশে প্রায় ১২ হাজার সার্ভেয়ার রয়েছেন।


বিবার্তা/ইমরুল/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com