
ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষাঙ্গনে সৃষ্ট সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে খন্দকার নাসিরের হস্তক্ষেপের প্রশংসা করেছে অভিভাবক ও সুশীল সমাজ।
উপজেলার পৌরসদরে অবস্থিত স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন- কলেজটির সভাপতি, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কলেজটির অধ্যক্ষ ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রমাণিত দূর্নীতির বিচার ও তার পদত্যাগ চেয়ে আন্দোলনে মাঠে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এ প্রেক্ষিতে ৬ অক্টোবর, রবিবার সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর সাথে বৈঠক করে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে শিক্ষকমণ্ডলীর মধ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন খন্দকার নাসিরুল ইসলাম। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা করবে।
তদন্তকালীন ১ সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে থাকবেন কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। তদন্তে দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এ আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নেন।
সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন- শিক্ষাঙ্গনে কারোরই দূর্নীতি করার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। হুটহাট সিদ্ধান্ত নয়, সবকিছুই যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে সম্পাদিত হবে।
এ সময় কলেজ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খন্দকার নাসিরুল ইসলামের সিদ্ধান্তকে সাধুবাদ জানান
বিবার্তা/মিলু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]