
রাজশাহী মহানগরীতে ক্লুলেস হত্যাকান্ডের একমাত্র আসামি মাসুম আলীকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৫।
৫ অক্টোবর, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুম দামকুড়া থানাধীন কাদিপুর এলাকার দিঘিপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় ভিকটিম সাজামুল তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। গত ২২ অক্টোবর সকাল ১১টায় দামকুড়া থানাধীন কাদিরপুর ল পাড়া এলাকার আমবাগানের রাস্তায় চশমা ও জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভিকটিম সাজামুলের বাসায় খবর দেয়।
পরবর্তীতে ভিকটিমের পরিবার এসে আমবাগানের জঙ্গলে গিয়ে খোঁজাখুজি করে সাজামুলের লাশ পরে থাকে দেখে।
এঘটনায় ২২ সেপ্টেম্বর সাজামুলের স্ত্রী অজ্ঞাত আসামি করে দামকুড়া থানায় মামলা দায়ের করে।
মামলা রুজুর পর থেকেই র্যাব- ৫, সদর কোম্পানির একটি চৌকস দল ছায়া তদন্ত করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, আসামি মাসুমকে জিজ্ঞাসাবাদে সে সাজামুল হত্যার সত্যতা স্বীকার করেছে।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]