শিক্ষক দিবসে দুর্গাপুরে র‌্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২১:৩৭
শিক্ষক দিবসে দুর্গাপুরে র‌্যালি ও আলোচনা সভা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষাই নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষ্যে ৫ অক্টোবর, শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সকাল ১০টায় উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।


উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত শিক্ষকরা নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।


দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি সাবরিনা শারমিন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা দেশ ও জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। শিক্ষার আলো ব্যক্তি, সমাজ ও দেশকে আলোকিত করে। এই আলো জ্বালানোর প্রধান কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে সেই আশার আলো- যিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের উন্নতির পথে নিয়ে যান। শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রত্যেক শিক্ষককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে তিনি যে কোনো অবস্থায় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন।


উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।


বিবার্তা/বাবর/এনএইচ/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com