মো‌রেলগ‌ঞ্জে ‘জমি যার ঘের তার’ দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ২০:৪০
মো‌রেলগ‌ঞ্জে ‘জমি যার ঘের তার’ দাবিতে মানববন্ধন
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

‘জমি যার ঘের তার’ এমন দাবিতে বা‌গেরহা‌টের মো‌রেলগ‌ঞ্জে মানববন্ধন ক‌রে‌ছেন ভুক্ত‌ভোগী জ‌মি মা‌লি‌কেরা।


৪ অক্টোবর, শুক্রবার দুপু‌রে মোরেলগ‌ঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। এতে উপ‌জেলার জিউধরা ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী জমির মালিকেরা মানববন্ধনে অংশ নেয়।


ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মন্ডল, রিয়াদ হাওলাদার, ইব্রাহিম শেখ, পলি আক্তার, কুরছিয়া বেগম প্রমূখ বক্তব‌্য দেন।


বক্তারা বলেন, ২০০৬ সালে ৬৫ বিঘা জমির একটি মৎস্য ঘের কয়েক লাখ টাকার মাছসহ দখল করে নেয় আওয়ামী লীগ নেতা মহরআলী গাজী।


পরে জমির মালিকদেরকে বিভিন্ন ধরণের মামলায় জড়িয়ে ঘেরটি তার করে ফেলে। গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পরে ঢাকায় একাধিক গণহত্যা মামলার আসামি মহর আলী গাজী আত্মগোপনে চলে যায়। এরপরে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা পুনরায় তাদের ঘেরটি দখলে নেন এবং মাছ চাষ শুরু করেন। মহর আলী গাজী বিভিন্ন লোক ভাড়া করে ও অপপ্রচার চালিয়ে ঘেরটি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।


জানা গেছে,আওয়ামী লীগ নেতা মহর আলী গাজী ও তার দুই ছেলে যুবলীগ নেতা মিজান গাজী ও সোলাইমান গাজীর নামে ঢাকার নিউমার্কেট ও মিরপুর মডেল থানায় তজুলাই আগস্টের গণঅভ্যুত্থান সময়ের ঘটনায় মামলা রয়েছে।


এ বিষয়ে জানার জন্য মহর আলী গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com