
রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হামিদা ক্লিনিকের নিচ তলায় পাংশা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল (রুপু) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো. সুলতান মাহামুদ, পৌর সেক্রেটারি খন্দকার মাওলানা আব্দুল হালিম,পৌর জামায়াতের নায়েবে আমীর মো. মঞ্জুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রান্তোস কুণ্ড, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাবেক উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি বলেন, জামায়াত কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। বিগত সরকার বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জামায়তকে সনাতনী ভাইদের থেকে দূরে রেখেছে। এখন সময় এসেছে কাছে এসে একে অপরকে জানার। ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারে না।আমরা সবাই এদেশের নাগরিক, সবার সমান অধিকার। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মাঝখানের দেয়ালটা ভেঙে দিতে হবে।
এসময় তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব আপনারা আপনাদের মতো করে পালন করবেন। এখানে কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিতে আসলে আমরা আমাদের সাধ্যমত প্রতিহত করার চেষ্টা করবো। আপনারা যদি কোন পূজা মন্ডপ অনিরাপদ মনে করেন আমাদের জানাবেন, আমরা আমাদের কর্মী দিয়ে পাহাড়া দিবো।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]