নওগাঁয় বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৬:১৯
নওগাঁয় বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ও আন্ত:শ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।


৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।


নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ।


‘বিজ্ঞানের চেতনায় আগামীর সূচনা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ৬১টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।


‘ঘন ঘন শিক্ষা পদ্ধতির পরিবর্তন শিক্ষার উন্নয়নে প্রধান বাধা’ এ বিষয়ের ওপর আন্ত:শ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটির নবম শ্রেণির (বাংলা ভার্সন) বিতার্কিক দল এবং রানার আপ হয় দশম শ্রেণির (ইংলিশ ভার্সন) বিতার্কিক দল।


বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন নওগাঁ জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল মামুন।


বিবার্তা/শামীনূর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com