ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ২১:৪৭
ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে হিদু ধর্মাবলম্বী একজন পুরাহিত কর্তৃক মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষােভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।


বুধবার (০২ অক্টোবর) দুপুরে জেলা শহরের তেঁতুলিয়া রােড থেকে জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষােভ মিছিল বের হয়। পরে শিক্ষার্থীরা শহরের চৌড়ঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন তারা।


পথসভায় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী খুরশেদ মাহমুদ, জুলফিকার রহমান, ফজলে রাব্বি, বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, মহানবী (সা.) নিয়ে যদি কোন কোন কটুক্তি কিংবা অবমাননা করা হয় তাহলে বাংলার ১৮ কোটি জনগণ এর জবাব দেবেন। অবিলম্বে ওই পুরোহিতকে আইনের আওতায় এনে সর্বচ্চো শাস্তি দাবি করেন বক্তারা।


বিক্ষোভ মিছিল ও পথ সভায় শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।


বিবার্তা/বিপ্লব/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com