
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের রাজশাহী আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
২ অক্টোবর, বুধবার বেলা ১১টার দিকে আঞ্চলিক শিক্ষা ভবনের প্রধান ফটকের সামনে ‘সাধারণ ছাত্র–জনতা’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এর আগে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) একদল তরুণ ‘আমরা স্থানীয়’ পরিচয়ে অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীর অফিসে গিয়ে অফিস ত্যাগ করার জন্য চাপ দেন। এ ঘটনার পর রাতেই রাজশাহী মহানগর বিএনপি মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
মাউশি পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণনাশের হুমকি ও অফিস থেকে জোর করে বের করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করে বলে জানায় নগর বিএনপি। পরে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ সুইট বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে আমার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানতে পেরেছি। আমার সাময়িক বহিষ্কার আদেশটি একটি ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক আচরণ বলে আমি মনে করি। আমার জানামতে এটি অনৈতিক ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। কোনো আহ্বায়ক কমিটির কোনো নেতা বহিষ্কার করার এখতিয়ার রাখে না। তবে নগর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে অন্যায় করে বহিষ্কার করা হয়েছে বলে দাবি তার।
পরদিন ২ অক্টোবর, বুধবারের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইটের অনুসারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক যুবদল নেতা আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা তাকাবুল ইসলামসহ আরও অনেকেই। তারা মাউশির আঞ্চলিক পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জী, এডি আলমাসের অপসারণের দাবি জানান।
বিবার্তা/বাবর/এনএইচ/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]