
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় রহেদ আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
২ অক্টোবর, বুধবার সকালে উপজেলা সদরের মহিলা ডিগ্রী কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রহেদ আলী ঝলমলিয়া এলাকার কহির সরদারের ছেলে।
পবা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী যাত্রীবাহী বাস পথের সাথী ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৬০৩) এর ধাক্কায় সিমেন্টবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রহেদ আলী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। পরে নিহতের পরিবার মরদেহটি দাফনের জন্য আবেদন করলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
বিবার্তা/বাবর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]