চাঁদাবাজি, র্যাগিং ও নানা অনিয়মের দায়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদ মোবাররাতসহ ২০ নেতাকর্মীকে শাস্তি দিয়েছে কলেজ প্রশাসন।
১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে রামেকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়।
শাস্তি হিসেবে রামেকের ৬১ ব্যাচের শিক্ষার্থী রাশিদ মোবাররাতকে ছয় মাসের জন্য ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিগত সরকারের আমলে চাঁদাবাজি, র্যাগিং, অন্যদের নির্যাতন করাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে ছিল। দীর্ঘ এক মাস ধরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যতটুকু জানতে পারছি বিগত সরকারের রাজনৈতিক ইন্ধনেই এসব হয়েছে। মোট ৪২/৪৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু তদন্ত করে বাকিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় নি। তাই শুধু ২০ জনকেই বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।
বিবার্তা/বাবর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]