রাজশাহী মহানগরীর কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: শাকিল হোসেন (৩০) ও মো: সাদেকুল ইসলাম সাজদার (২৫)। শাকিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার মো: আলমের ছেলে ও সাদেকুল একই থানার চরখিদিরপুর এলাকার মো: বেচ্ছাদ আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর, সোমবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের তত্ত্বাবধানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে ডিউটি করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার আশরাফের মোড়ে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত ৯টায় আশরাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি শাকিল ও সাদেকুরকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিক্রয় করে আসছে।
আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]