লামায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৯:৩২
লামায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশের মতো ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় পালন করা হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।


১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।


সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস ও সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি তানবীর হাসান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে প্রকল্পের স্বেচ্ছাসেবক সুরেন্দ্র ত্রিপুরাসহ উপজেলার শতাধিক প্রবীণ নারীপুরুষ অংশগ্রহণ করেন।


আলোচনায় বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার বয়স্ক ভাতা দিচ্ছে এবং আশ্রয় ও স্বজনহীন প্রবীণদের জন্য আটটি প্রবীণ নিবাস স্থাপন করেছে। প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ কল্যাণ নিশ্চিতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং তারা যাতে ডিজিটাল প্রযুক্তির সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সাম্যতা অর্জন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট হতে হবে। চিরায়ত বাংলার পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে প্রবীণবান্ধব সংস্কৃতি গড়ে তোলার আহবান জানান বক্তারা।


প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com