৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৬:৫১
৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


র‌্যাব-৯ মাদক বিরাধী অভিযান পরিচালনা করে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ৩০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, অভিযানে রাত আনুমানিক ২২.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৩০ কজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত ব্যক্তি- মো. তরিকুল ইসলাম (২৯), পিতা- ওয়াহাব, মাধবপুর, হবিগঞ্জ।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামিসহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com