রাণীনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৬:৪১
রাণীনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


১ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরে তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


এদিন উপজেলা সদরের গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এর পর সদরের বিএনপির মোড়ে এসে মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।


কাজী মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চকাদীন মাদ্রাসার মহতামিম মুফতি আব্দুর রউফ, উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস, সিম্বা মাদ্রাসার মহতামিম আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক মুফতি আব্দুল্লাহ,চকাদসি মাদ্রাসার সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব রবিউল ইসরাম টিক্কা প্রমূখ। এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী শামিম হোসেন,সদর ইউনিয়ন জামায়াতের আমির ডা: আনজির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,আলেম ওলামা ও গন্যমান্য ব্যাক্তিরা অংশ নেয়।


বিবার্তা/সাহাজুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com