
নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে তারা কর্মবিরতি পালন শুরু করে। এ কর্মবিরতি বেলা ১২টা পর্যন্ত চলে বলেও জানান নার্সিং ও মিডওয়াইফারি নোয়াখালীর নেতৃবৃন্দরা।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নোয়াখালী জেলার শাখার আহ্বায়ক আবদুল্লা ফারুক বলেন, আমাদের ১ দফা দাবি হলো 'নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন'।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/সুমন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]