
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেছেন, দ্বীন প্রতিষ্ঠায় ভীতিহীন জনগণের মতামতের সরকার গঠন হলে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালিত হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত প্রস্তুত আছে বলে তিনি জানান।
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুমপুই (নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল সংলগ্ন) রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি মো. মিনহাজুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসাইন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার প্রকাশনা সম্পাদক ইউসুফ, জেলা জামায়াতের শূরা সদস্য মো. ইউসুফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমির ইলিয়াস, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মাইন উদ্দিন ও জেলা সেক্রেটারি আব্দুস সাত্তার।
বিবার্তা/মামুন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]