
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির তেলবাহী জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি'তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, সোমবার দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে আমরা দুইজনের লাশ উদ্ধার করি।
তবে জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পক্ষ থেকে নিহতের কথা সরাসরি স্বীকার হয়নি।
বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেছেন, তাদের তিনজন নিখোঁজ রয়েছেন। আগুনের কারণ এবং নিখোঁজরা জাহাজটির কোন পর্যায়ের কর্মী তা তিনি জানাতে পারেননি।
এর আগে সোমবার সকাল ১১টার দিকে ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তেলবাহী জাহাজটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকটি ইউনিট দুই ঘণ্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অগ্নি নির্বাপনে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের ফায়ার ফাইটিং টিমও কাজ করে।
জাহাজটি বহির্নোঙ্গর থেকে অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির জেটিতে পরিবহনে কাজ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]