
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাইফুল ইসলাম আরিফ (১৭) নামে এক কিশোর সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
গত ৪ আগস্ট দুপুরে চট্টগ্রামের কদমতলীতে হামলাকারীদের হকিস্টিকের আঘাতে মাথায় জখম হয় তার। সে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম কৌশল্লাপুর গ্রামের রজ্জব আলী বেপারি বাড়ির আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, আরিফ দরবেশের হাট ফাজিল মাদ্রাসার ছাত্র ছিল। দাখিল পরীক্ষার পর থেকে পড়ালেখা ছেড়ে দেয়ায় আরিফকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার। গত ১৫ জুলাই চট্টগ্রামে চাচা আবুল কাশেমের বাসায় যান আরিফ। সেখানে একটি মেডিকেলে ৭ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা দেয়ার কথা ছিল। ৪ আগস্ট দুপুরে কদমতলী সিআরবি এলাকায় ছাত্রদের মিছিল দেখে সেখানে যায় সে। এসময় হামলাকারীদের হকিস্টিকের আঘাতে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি।
আরিফের চাচা আবুল কাশেম জানান, ঘটনার দিন তার বাসা থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পর অর্থাৎ দুপুর ১টার দিকে আরিফের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।
নিহত আরিফের বাবা আলতাফ হোসেন ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় মারাত্মক জখমের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লাইফসাপোর্টে থাকাবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। ছেলেকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠালাম। লাশ হয়ে ফিরল বাড়িতে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]