ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৯
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার এলাকায় রাস্তার ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ১০-১২টি ভ্যান। হঠাৎ দিনাজপুর- বগুড়া মহাসড়ক দিয়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান (ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন বৃদ্ধ। আহত হয় আরো ৪ জন।


সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটীর সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ড ভ্যান এবং চালককে।


নিহত দু'জন হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।


অন্যদিকে আটক কাভার্ড ভ্যান চালক হলেন- দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫-৭টি ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস সদস্যরা। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ট্রাকের চালক এবং গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।


বিবার্তা/রব্বানী/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com