ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের গুলি করে ও কুপিয়ে ব্যাংকের টাকা লুট
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫
ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের গুলি করে ও কুপিয়ে ব্যাংকের টাকা লুট
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।


২৯ সেপ্টেম্বর, রবিবার বিকাল পৌনে ৫টার দিকে শহরের শহিদ বরকত স্টেডিয়ামের কাছাকাছি রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।


গাজীপুর সদরের সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শহিদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো আজও গাজীপুরের সোনালী ব্যাংকের উপশাখা থেকে ‘ক্যাশ ক্লোজ’ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আনসার সদস্য। ৬টি মোটরসাইকেলে ১২ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তাদের গাড়ি থামায়। এরপর টাকা ব্যাগ নিয়ে টানাটানি করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা কুপিয়ে উপশাখার ইনচার্জ আতিকা বেগমসহ চারজনকে আহত করে। এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ৮ লাখ টাকা ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


শহিদুজ্জামান আরও বলেন, মামলা করার প্রস্তুতি চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com