আরএমপি ট্র্যাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪
আরএমপি ট্র্যাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে ট্র্যাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্র্যাফিক বিভাগের সাথে মতবিনিময় করেছেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।


শনিবার (২৮ সেপ্টেম্বর) অপরাহ্ণে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।


এসময় কমিশনার বলেন, ট্র্যাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ট্র্যাফিক বিভাগ হলো পুলিশের দর্পণ। ট্র্যাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্র্যাফিক পুলিশের ভূমিকা অনন্য।


তিনি আরও বলেন, কেউ যেন হয়রানির স্বীকার না হয়। সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ, ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার মহোদয় ট্র্যাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান।


সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) নূর আলম সিদ্দিকীসহ আরএমপির ট্র্যাফিক বিভাগের ইন্সপেক্টর ও সার্জেন্টবৃন্দ।


বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com