বাগমারায় দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫
বাগমারায় দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার (১০ গ্রেড) দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষকবৃন্দ। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণি বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই মানববন্ধনের আয়োজন করেন।


২৯ সেপ্টেম্বর, রোববার বিকেল সাড়ে তিনটায় উপজেলার ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা স্নাতক বা সমমানের বেতন গ্রেড দশম হলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এমন বৈষম্য কেন? তারা বর্তমান সরকারের আমলে বৈষম্য দূরীকরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দ্বিতীয় শ্রেণিতে আনার দাবি জানান।


এছাড়াও পুলিশ, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, সহকারী কৃষি অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের স্নাতক সমমান কর্মকর্তা নিয়োগের বেতন দশম গ্রেড করা হয়েছে। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি অতিদ্রুত উপর্যুক্ত দপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে দশম গ্রেডে বেতন দেওয়ার দাবি জানিয়েছেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক বাবর আলী, এস.এম. ফরহাদ হোসেন, ইখফার হোসেন, ওসমান গনি, জোবায়ের কিবরিয়া, নাজমুল হক, আব্দুস সাত্তার, আয়েশা আক্তার, আব্দুল মোহাইমিন প্রমুখ।


মানববন্ধন শেষে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম স্মারক লিপি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করেছেন। আমি সেটা পাঠিয়ে দিয়েছি বলে তিনি জানিয়েছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com