‘এখনও দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে’
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩
‘এখনও দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে’
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে বিজয়ীর বেশে বাংলাদেশের মাটিতে আনতে হবে।


রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রুহুল কুদ্দুস দুলু বলেন, বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি করছি, অতি দ্রুত বিনা শর্তে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তাকে দেশে ফিরিয়ে এনে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিন।


দুলু আরো বলেন, আমাদের নেতা শহিদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের সংকটে দাঁড়িয়েছিলেন। তার উত্তরাধিকার আমাদের নেতা তারেক রহমান গত ১৫ বছর বাংলাদেশের সব দুর্যোগে মানুষের পাশে ছিলেন। আজ ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আজ কষ্ট লাগে, দেশ স্বাধীন হয়েছে। এখনও তারেক রহমানকে আমরা পাশে পাইনি। তার সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করে তাকে দেশে আসতে দিন।


সাবেক এ মন্ত্রী আরও বলেন, সাড়ে ১৫ বছর নাটোরের মানুষকে জিম্মি করে রেখেছিল। আজ থেকে দেড় মাস আগেও আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি। কোথাও প্রোগ্রাম করতে পারিনি। আজ দেশ স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারছি। এখনও দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক মন্ত্রী ফজলুল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ভিপি শামিম, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু প্রমুখ।


পরে ছাত্র-জনতা আন্দোলনে শহিদ তিন পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।


বিবার্তা/রাজু/রোমেল/

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com