কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৫
কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে হত্যার ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ড জড়িতদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।


২৯ সেপ্টেম্বর, রোববার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ের সামনের সড়কে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নওগাঁ জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ও পরিবারের স্বজনেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন- বিডিআর সদস্য দুলাল হোসেন, সোহরাব হোসেন, কারাবন্দি বিডিআর সদস্য জাহাঙ্গীরের স্ত্রী রেশমী বানু, কারাবন্দি বিডিআর সদস্যের সন্তান রেজোয়ান, মৃত বিডিআর সদস্যের সন্তান মোহায়মেনুল হক, চাকরিচ্যুত নায়েক সুবেদার সামাদ শাহানা, বগুড়া জেলার জিয়াউল হক, কারাবন্দি আবু হানিফের মেয়ে বিবি হাওয়া, কারাবন্দি বিডিআর সদস্যের ভাই মাসুদ রানাসহ অন্যান্যরা।


এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদেরকে নির্দোষ দাবি করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনা অফিসারদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেয়া হয়।


তারা আরও বলেন- চাকরিচ্যুতির পর বিডিআর সদস্যরা পরিবার নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এর সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।


কারাবন্দি বিডিআর সদস্যের সন্তান রেজোয়ান বলেন- আমি মাতৃগর্ভকালীন অবস্থায় আমার বাবাকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কিন্তু আমার বাবা এর সাথে জড়িত ছিলেন না। বিগত ১৬ বছর আমি আমার বাবার কোলে উঠতে পারিনি। আদর স্নেহ থেকে বঞ্চিত। আমার বাবাসহ যারা এখনো জেলে বন্দি আছেন তাদের দ্রুত মুক্তির দাবি জানায়।


চাকরিচ্যুত আরেক বিডিআর সদস্যের মেয়ে সানজিদা বলেন- আমার বাবার কোন অপরাধ করে নাই। তারপরও আমার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একটাই দাবি আমার বাবার মতো যারা কোন অপরাধ না করেও চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরি দেওয়া হোক এবং যারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনা হোক।


পরে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।


মানববন্ধনে দুই শতাধিক চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শামীনূর/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com