
“আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” প্রতিপাদ্যে ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাহক সচেতনতা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৯ সেপ্টেম্বর সকালে এ গ্রাহক সচেতনতা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ডিজিএম ইউসুফ খান সোহেল, শাখা ব্যবস্থাপক আবু জাফর মো মহিউদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা এবং ভবনের মালিক কামরুল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় জানানো হয়, আর্থিক সুরক্ষার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের গচ্ছিত আমানত সুন্দরভাবে গচ্ছিত রেখে যথাযথভাবে ফিরিয়ে দেবার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক সবসময়ই কাজ করে আসছে। এ ব্যাপারে আমরা সবসময়ই সচেষ্ট।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]