
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদানের জোড়ালো দাবি উঠেছে।
২৮ সেপ্টেম্বর, শনিবার বিকেলে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা থেকে এ দাবি জানানো হয়।
এতে জেলা রিক্সা শ্রমিক দলের উপদেষ্টা এড. তারেকুর রওফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া, রিক্সা কমিটির উপদেষ্টা মো. ইমার হোসেন জয়ন্ত, ব্রাহ্মণবাড়িয়া রিক্সা সংগঠনের সভাপতি রফিক মিয়া, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. জাকির মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে তাতে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। বরং সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে লাইসেন্স দেয়া হয়েছে। যার ফলে প্রকৃত রিক্সা ও ভ্যান শ্রমিকরা বঞ্চিত। তবে শ্রমিকরা এখন জেগে উঠেছে। তাই ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিক্সাচালকদের লাইসেন্স প্রদান করতে হবে।
অন্যথায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সভায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিপুল সংখ্যক রিক্সাচালক ও রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]