
আসন্ন শারদীয় দুর্গা পূজা উদ্যাপন উপলক্ষ্যে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীন সোনা মসজিদ বিওপি অন্তর্গত বালিয়াদীঘি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আইন শৃঙ্খলা সার্বিক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন রহনপুর ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে, শুনে ও বুঝে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে আমরা ‘বিজিবি’ সদা সর্বদা প্রস্তুত আছি ও থাকব। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আপনারা ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের ন্যায় সীমান্তের ওপারের ভারতের আত্মীয়-স্বজনদের সাথে দেখাশোনা না করা, শূন্য রেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান ২নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ; মো. বেলাল হোসেন, সহকারী পরিচালক, ৫৯ ব্যাটালিয়ন, রহনপুর; মো. সাইফুর রহমান, সুবেদার (কোম্পানি কমান্ডার, সোনামসজিদ); বিজিবি'র সদস্যবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/লিটন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]