
পাবনার সাঁথিয়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২৮ সেপ্টেম্বর, শনিবার সাঁথিয়া উপজেলার পুণ্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো পুণ্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে আয়শা খাতুন (৪) ও একই উপজেলার করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে ইনামুল হক (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, দুপুরে মামাতো বোন আয়শার সাথে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে বল পড়ে যায়। বল আনতে গিয়ে দু’জনই পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুয জান্নাত বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]