সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮
সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় ছোট চৌগ্রাম গ্রামে এক হিন্দু গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ধর্ষক আটক না হওয়ায় ধর্ষককে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছোট চৌগ্রাম হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষক রবিউল বিশ্বাস ওরফে রব্বুলের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও হিন্দু সম্প্রদায়ের উপর নারী নির্যাতন এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান।


গত বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম হালদার পাড়ায় ভুক্তভোগীর স্বামী জয়ন্ত হালদারের অনুপস্থিতিতে ঘরে ঢুকে সেই গৃহবধূকে ধর্ষণ করে বখাটে রবিউল। বৃহস্পতিবার ওই পরিবার বাদী হয়ে সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।


ভুক্তভোগীর পরিবার জানায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ধর্ষণ হওয়ার ৭২ ঘণ্টা পার হলেও আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।


জানা যায়, চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল বিশ্বাস সেই গৃহবধূকে রাস্তায় নিয়মিত উত্ত্যক্ত করত। বুধবার রাতে গৃহবধূর স্বামী জয়ন্ত হালদার মাছ মারতে বিলে গেলে এ খবর পেয়ে সুযোগে বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জোর করে ধর্ষণ করে রবিউল। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়। রবিউল এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাছাড়াও এলাকায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা ও সিংড়া থানা তদন্ত ওসি আকবর আলী ছুটে যান এবং ঐ পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন।


বিবার্তা/রাজু/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com