
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আখাউড়ায় ১০০০ বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আখাউড়ার মোগড়া ইউনিয়নের উমেদপুর প্রাথমিক বিদ্যালয়ে এসব বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলামের দিকনির্দেশনা যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন ও ডা. হিমেলে খান এবং কোষাধ্যক্ষ ডা. মনির হোসেনের পরিচালনায় বিনাম‚ল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. একরামুজ্জামান টিপু, ডা. জুনাইদুর রহমান লিখন ও ডা. নাবিদ আলম উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের চিকিৎসক নেতারা বলেন, ভারত থেকে আসা পানিতে আখাউড়া ও কসবাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা তলিয়ে গিয়েছিল। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছিল ওইসব এলাকার মানুষ। তারা চিকিৎসা অভাবে পড়েছিল। সামগ্রিক বন্যা পরিস্থিতি ও পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বন্যার পরবর্তী সময়ে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি এবং আগামীতেও আপনাদের যে কোনো সংকটে ড্যাবের চিকিৎসকরা পাশে থাকবে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. মামুদুল হাসান সাইমন, ডা. মোঃ মাজহারুল ইসলাম সোহেল, ডা. মো. আবু হামেদ বাবু, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. শিরিন সুলতানা, ডা. জেসমিন কবির, ডা. তোফিকা তামান্না, ডা. মোঃ সারোয়ার ডা. রাকিব হাসান ও ডা. আ ফ ম তারেক ভুইয়াসহ অর্ধশতাধিক ড্যাবের চিকিৎসক উপস্থিত ছিলেন।
বিবার্তা/নিয়ামুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]