
সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলায় শহীদ রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, শহীদ অনিক চাকমার স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে খাগড়াছড়িতে।
২৭ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের আপার পেরাছড়া নিউজিল্যান্ড সড়কে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতে ধর্মীয় প্রার্থনা করে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সমবেতরা।
অন্তর চাকমার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় রুপেন চাকমা, সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে শীঘ্রই লাগাতার কর্মসূচি দেওয়ার কথা জানান। একই সাথে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। একই সাথে পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]