লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯
লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপাড়াতে বন্যার্ত এলাকার পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়৷


২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে দত্তপাড়া ইউনিয়নের উত্তর বড়ালিয়া-গঙ্গাশিবপুর নূরানী তালিমুল কোরআন মডেল মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শোয়েব হোসেন, ডা. শ্রাবণী চক্রবর্তী ও ডা. সাজিদ হোসেন অনিম।


এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভার্চুয়ালী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।


এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিজান, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবের হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।


আয়োজক কমিটির সদস্য মিরাজ হোসাইন বলেন, লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকা। বন্যার পানি নামার পর বন্যার্ত লোকজনের মাঝে নানা রোগবালাই দেখা দিয়েছে। বিশেষ করে চর্ম রোগে ভুগছে লোকজন। অনেক স্বল্প আয়ের মানুষ অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। আবার ওষুধ কিনতেও হিমশিম খেতে হয়। তাই দরিদ্র রোগীদের পাশে আমরা দাঁড়িয়েছি।


বিবার্তা/সুমন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com