চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫
চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। “স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড(এসএআরসি)” প্রকল্প, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবাগত বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার।


সভায় আরো বক্তব্য দেন- চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোছা. উম্মে কুলসুম, ইউনিসেফ এর (রাজশাহী এন্ড রংপুর ডিভিশন) চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, ইউনিসেফের (জাস্টিস ফর চিলড্রেন চাইল্ড প্রটেকশন সেকশন) ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর-জাস্টিস ফর চিলড্রেন আবু হেনা মস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।


শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে থানা ও শিশু আদালত কর্তৃক অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের বিধানসমূহ প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করা, তা থেকে উত্তরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ করা এবং শিশু উন্নয়ন কেন্দ্রে আটক শিশুদের অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু আইন ২০১৩ এর সারসংক্ষেপ এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ যেমন- থানা থেকে মুক্তি, বিকল্প পন্থা ও জামিন ইত্যাদি গ্রহণে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও, শিশু আইনের অধীনে বিকল্প পন্থায় মামলার নিষ্পত্তিকরণের কৌশল এবং উক্ত প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তাদের ভূমিকা ও থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।


বিবার্তা/লিটন/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com