
খাগড়াছড়ি পানখাইয়াপাড়ার এলাকার এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পবিত্র আল-কুরআন অবমাননা কারায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। জড়িত উবাচিং মারমা ( ১৭) খাগড়াছড়ি পৌরসভার পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দা অপ্রুশি মারমার ছেলে।
পবিত্র আল-কুরআন অবমাননাকারী যুবক এর উবাচিং মারমা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দায় স্বীকার করে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দেয়।
তাকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন জনিয়েছেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
তিনি বলেন, খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ সময় তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্ত থাকার অনুরোধ জানান।
বিবার্তা/আল-মামুন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]