
রাজশাহীর তানোরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ (৪২) উদ্ধার করেছে থানা পুলিশ।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় তানোর শিবনদীর বিলকুমারী বিলের ধানতৈড় গ্রামের নিচে বিলের পানিতে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কিন্তু ওই লাশের কোন নাম ঠিকানা বলতে পারেনি কেউ। মৃত ব্যক্তির পরনে শুধু লুঙ্গি পরিহিত ছিল।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, শিবনদীর তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের নিচে বিলের পানি থেকে প্রায় ৪২ বছরের অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নাম ঠিকানা পাওয়া যায়নি। এঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]