
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২০ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতোয়ালি থানা) আসামি ছিলেন সজিবুর। তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে র্যাব।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আসামিকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]