
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে গ্রেফতার করছে র্যাব-৯।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর অনুমানিক ১৭:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলা (ব্রাহ্মণবাড়িয়া সদর মডল থানার এফআইআর নং-১৭/৪২৫, তারিখ : ২২ আগস্ট ২০২৪ ইং, ধারা : ১৯০৮ সনর বিস্ফারক দ্রব্য আইনর ৩/৪ তৎসহ ধারা- ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ১৮৬/ ৩৩২/ ৩৫৩/ ৪৩৬/ ৪২৭/ ৩০৭/ ১১৪/ ১০৬/ ৫০৬ দন্ড বিধি আইন ১৮৬০;) এর মূল পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬), পৌরশহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]