
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, আলী নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এতাহার আলী,মোহাম্মদপুর দাখিল মাদ্রসার সুপার মো. মুনিরুল ইসলাম, চুনাখালি এনায়েতউল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মো. এন্তাজুল হক, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুনিরুজ্জামানসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা দাবিগুলো তুলে ধরেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। এছাড়াও উপজেলা, জেলা, অঞ্চল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জোর দাবি জানান শিক্ষকেরা।
সেই সাথে মানববন্ধনে, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানান মানববন্ধনকারী শিক্ষকেরা।
বিবার্তা/লিটন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]