
নাটোরের সিংড়ায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলী হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২টায় সিংড়া পৌর এলাকার পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পুর্ব দমদমার আবু তালেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আকবর আলী।
স্থানীয়রা জানায়, মহল্লার ছেলেদের সাথে সকালে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর আলী হোসেনের খোঁজ পাওয়া যায় না। পরে কচুরীপানার মধ্যে তার লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]