
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় দুর্গাপূজা কমিটির সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন নাঈম, সিংড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আকবর হোসেন, উপজেলা দুর্গাপূজার উৎসব কমিটির সভাপতি চাঁনমোহন হালদার, সিংড়া কেন্দ্রীয় মন্দিরের কোষাধ্যক্ষ সুজিত সাহা ।
সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন অফিসার শফিক হোসেনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণিপেশার মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। যানজট নিরসনসহ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার গণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে থাকবেন বলে বক্তারা জানান।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]