
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯টি অবৈধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোনসহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বেলা ১৪:১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা বিয়াল্লিশ্বর উইজডম স্কুল এন্ড কলেজে এর পশ্চিম পার্শ্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর হতে এসআই নিরস্ত্র মো. মোশারফ হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১ জন আসামিকে ৪৯টি অবৈধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করেন।
গ্রেফতারকৃত আসমির নাম স্বপন (৪০)। তিনি আখাউড়া পৌরসভার মৃত নিজাম খানের ছেলে।
আটক আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]