
ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, সোমবার রাতে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ। তারা সোনাগাজী উপজেলা যুবদলের কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে উপজেলার পৃথক স্থানে গ্রেফতার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]