ভারতে পাচারকালে ১০৫০ কেজি ইলিশসহ আটক ১
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১
ভারতে পাচারকালে ১০৫০ কেজি ইলিশসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানসহ কসবা সীমান্ত দিয়ে ভারতে ১০৫০ কেজি ইলিশ পাচারকালে জব্দ করা হয়।


এ সময় মো. সারোয়ার আলম নামে একজনকে আটক করা হয়। সারোয়ার আদ্রা গ্রামের শহীদ ভূইয়ার ছেলে।


কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। জব্দ হওয়া ইলিশ বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।


বিশেষ সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে আটক করে সেনাবাহিনীর একটি দল।


ক্যাপ্টেন সানিউল আলমের নেতৃত্বে ওই পিকআপে তল্লাশি চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসব ইলিশ অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।


বিবার্তা/নিয়ামুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com