
রাজধানী ঢাকার আদাবর থেকে গ্রেফতার হওয়া রাজশাহীর সাবেক এমপি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার এনামুল হককে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর, সোমবার দুপুরে তাকে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে তোলা হয়।
এসময় তার পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমান উল্লাহ গণমাধ্যমকে জানান, সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে তোলা হয়েছিল। এসময় আসামিপক্ষের আইনজীবী তার জন্য জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করেন এবং তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক 'এনা' গ্রুপের চেয়ারম্যান। তিনি এ আসনে তিনবারের এমপি ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। পরে নিজ দলের প্রার্থীর কাছেই পরাজিত হন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]