কক্সবাজারে যৌথ বাহিনীর পৃথক অভিযানে গ্রেফতার ৩
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩০
কক্সবাজারে যৌথ বাহিনীর পৃথক অভিযানে গ্রেফতার ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে যৌথ বাহিনীর পৃথক অভিযানে বর্তমান ও সাবেক ৩ জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ও সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন ও কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।


এর মধ্যে রবিবার রাতে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


এছাড়া সোমবার ভোরে পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহকে এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা।


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদারকে যৌথ বাহিনী রবিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদিঘীর পাড় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের একজন তরুণ। ওই তরুণ বিআরবি ক্যাবলের কর্মচারী ছিলেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষে দায়ের করা মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় সাহাবউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।


তিনি আরো জানান, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহও ১৮ জুলাই এর ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে যৌথ বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে।


অপরদিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে ১টি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ব্যাপারে কুতুবদিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com