
ব্রাহ্মণবাড়িয়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে মো: জনি পাশা (৩৩) নামে একজনকে আটক করেছে বিজিবি।
জেলার সীমান্তবর্তী আখাউড়ার জয়নগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
২৩ সেপ্টেম্বর, সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটেলিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় মানব চোরাচালানকারী চক্রের সদস্য মামুন মিয়ার সহায়তায় ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের প্রাক্কালে জনি পাশা নামে একজনকে আটক করা হয়। মামুন বর্তমানে পলাতক রয়েছে। আটককৃত জনি পাশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সে হবিগঞ্জের সোনাপুটি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
বিবার্তা/নিয়ামুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]