দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও জেলা কমিটির আলোচনা সভা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬
দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও জেলা কমিটির আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও জেলা কমিটির সমন্বয়ে এক আলোচনা সভা স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।


২৩ সেপ্টেম্বর, সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিতোষ রায় এবং সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন।


তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।


যানজট নিরসন সহ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পূর্ণ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দুর্গোৎসবে পুলিশের পাশাপাশি আনসার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে বক্তারা জানান।


বিবার্তা/নিয়ামুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com