রাজশাহী চারঘাটে বস্তাভর্তি ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪১
রাজশাহী চারঘাটে বস্তাভর্তি ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চারঘাটে বস্তাভর্তি ৮ শত ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।


থানা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে পুলিশ এই ফেন্সিডিল উদ্ধার করে।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা) সার্কেল প্রণাব কুমার সরকার ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন এর নেতৃত্বে এসআই মুক্তার হোসেন, এএসআই মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওৎ পেতে থাকলে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তায় ৮’শ ১০ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে মডেল থানা পুলিশ বস্তাভতি ফেন্সিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন নিশ্চিত করে বলেন, মাদককারবারী দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com